নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন খাতে দক্ষ জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মঙ্গোলিয়া। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশের দায়িত্বে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ আগ্রহ প্রকাশ করেন।
আহসানুল ইসলাম টিটু জানান, বাংলাদেশের অনেক দক্ষ জনবল বিশ্বের অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করছে। বিদেশি শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। এসময় মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত বিভিন্ন খাতে দ্রুত জনবল নেওয়ার কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়ার দ্বিতীয় ভাষা ইংরেজি ঘোষণা করায় এই ভাষায় দক্ষ জনবলের বড় চাহিদা রয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে ইংরেজিতে দক্ষ শিক্ষার্থী নেওয়ার আহ্বান জানান।
বাণিজ্য প্রতিমন্ত্রী মঙ্গোলিয়া সরকারকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করার আহ্বান জানান।
বৈঠককালে রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ জানান, মঙ্গোলিয়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধাভোগী দেশ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারীত্বে চুক্তি রয়েছে। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনুকূল সম্পর্ক বিদ্যমান। তাই বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে বিনিয়োগসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে।
Posted ২:০০ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy