নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম ও অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সম্মাননা পাওয়া এনবিআরের ১৭ কর্মকর্তারা হলেন— চট্টগ্রাম কাস্টমস বন্ডের কমিশনার এ. কে. এম মাহবুবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদ-উজ-জামান, যুগ্ম কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া, যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহ, ডেপুটি কমিশনার নিতীশ বিশ্বাস, সৈয়দ মোকাদ্দেস হোসেন, সাইদ আহমেদ রুবেল, অথেলো চৌধুরী, মিজ ফেরদৌসী মাহবুব, মিজ নাজমা জ্যাবিন, ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট মো. জাহিদুর রহমান, রাজস্ব কর্মকর্তা মো. মিন্টু রহমান, মো. ইরফান আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শামছুদ্দোহা ভূঁইয়া, মিজ নীলা ঘোষ ও মো. আবদুল্লাহ আরমান।
এছাড়া, প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিস, কৃষি মন্ত্রণালয় ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে।
এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘মিলে নবীন- পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।
Posted ৩:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy