সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে তীব্র শীতের মধ্যে ছয় বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

সারাদেশে তীব্র শীতের মধ্যে ছয় বিভাগে বৃষ্টির আভাস

সারাদেশে তীব্র শীত। সেইসঙ্গে ঘন কুয়াশা। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বেশি বিপাকে। মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য না থাকলেও সারাদেশেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে। এ অবস্থায় বুধবার এক বিভাগের দু-এক জায়গায় এবং বৃহস্পতিবার পাঁচ বিভাগে হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ড পর্যবেক্ষণাগারে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে বান্দরবানে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, নওঁগার বদলগাছীতে সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি, বগুড়ায় ১০ দশমিক ৪, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি, ভোলা এবং কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অপর বিভাগীয় শহরগুলোর মধ্যে বরিশালে সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বনিম্ন ১১ দশমিক ৭, রাজশাহী ও রংপুরে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড রেকর্ড হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাসে আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানাানো হয় পূর্বাভাসে।

২৪ ঘণ্টার তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

তাপমাত্রা সম্পর্কে বলা হয়, এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com