নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়াহোল্ডারদের দেওয়ার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।
মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরে (৩০ জুন, ২০২৩) জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ।
কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরবর্তীতে জানানো হবে।
Posted ৩:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy