নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়াহোল্ডারদের দেওয়ার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সম্মতি চেয়েছিল কমিশনের কাছে। তবে কমিশন সার্বিক দিক বিবেচনা করে তা কমিয়ে ৭৫ শতাংশ দেওয়ার সম্মতি দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বাকি ২০ শতাংশ নগদ লভ্যাংশ। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি এখন ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান করবে।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy