নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে করপোরেট বন্ড খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের অর্ধবার্ষিকী (১৩ জুন, ২০২৩ থেকে ১২ ডিসেম্বর, ২০২৩) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে।
আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডার বা ইউনিটধারীদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এবি ব্যাংক লিমিটেড।
তথ্য মতে, বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর। বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy