নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
এরই ধরাবাহিকতায় ব্যাংক দুইটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। তারই আলোকে সার্বিক দিক বিবেচনা করে ব্যাংক দুইটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এখন থেকে ব্যাংকটির নাম ‘ওয়ান ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ান ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
এছাড়া, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
Posted ১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy