নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ফ্রেন্ডস অব দ্য চেম্বার ডেভেলপমেন্ট গ্রুপ অব গ্রিক আইল্যান্ডসের (ইওএইএন) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী বছর বাংলাদেশ সফর করবে। তাদের সফরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত ফেসবুকে লিখেছেন, স্পেন স্পেরিডনের নেতৃত্বে ফ্রেন্ডস অব দ্য চেম্বার ডেভেলপমেন্ট গ্রুপ অব গ্রিক আইল্যান্ডসের (ইওএইএন) পাঁচ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আমার সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলটি আগামী বছরে এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। সফরকালে তারা চট্টগ্রাম ও সিলেট যাওয়ার পরিকল্পনা করছেন।
আসুদ আহমেদ জানান, গ্রিক দ্বীপপুঞ্জ এবং দ্রুত বর্ধনশীল দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সহযোগিতা অন্বেষণ ও সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধি দল এফবিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে বলে আশা করা হচ্ছে।
Posted ২:০২ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy