সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের অভিযোগে আইআইএফডিসির ভাইস প্রেসিডেন্টসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

অর্থ আত্মসাতের অভিযোগে আইআইএফডিসির ভাইস প্রেসিডেন্টসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ভুয়া কাগজে তিনটি প্রতিষ্ঠানের নামে ঋণ মঞ্জুর করে এক কোটি ৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্র‍্যাক্টচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) ভাইস প্রেসিডেন্টসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন— আইআইডিএফসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাসেল শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রেফায়েত উল্ল্যাহ, সাবেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাইদুর রহমান, সাবেক সিনিয়র অফিসার মো. আব্দুর রহিম ও প্রোপেল প্রিন্টার্সের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান ঢালী।

মামলার এজাহারে বলা হয়, ভুয়া কাগজে প্রোপেল প্রিন্টার্স, রহমানিয়া পেপার হাউজ ও রহমানিয়া পেপার হাউজের নামে মিথ্যা রেকর্ডপত্র প্রস্তুত করেন আসামিরা। নামসর্বস্ব তিনটি কাগজে প্রতিষ্ঠানের অনুকূলে এক কোটি ৭৮ লাখ টাকা মঞ্জুর করে ঋণের টাকা আত্মসাৎ করেন আসামিরা।

আসামি মো. মনিরুজ্জামান ঢালী ভুয়া কাগজে প্রতিষ্ঠানের নামে মিথ্যা কাগজপত্র প্রস্তুত করে ২০১২ সালের নভেম্বর মাসে এক কোটি টাকা ঋণ প্রাপ্তির জন্য আইআইএফডিসি বরাবর আবেদন করে। ওই বছরের ডিসেম্বরে আসামি মো. রাসেল শাহরিয়ার প্রোপেল প্রিন্টার্সের অনুকূলে ভুয়া ঋণ প্রস্তাব তৈরি করেন। প্রস্তাবে প্রোপেল প্রিন্টার্সের অফিস আরেক আসামি রেফায়েত উল্ল্যাহ পরিদর্শন করেছেন মর্মে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, আসামি মো. রাসেল শাহরিয়ারের ঋণ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ৬০তম এসএমই ক্রেডিট কমিটির সভায় প্রোপেল প্রিন্টার্সের অনুকূলে বারো মাস মেয়াদি এক কোটি টাকা ঋণ অনুমোদন দেওয়া হয়। পরে ওই বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুইটি চেকের মাধ্যমে এক কোটি টাকা গ্রহণ করেন।

এরপর ঋণ গ্রহীতা ওই অর্থ আত্মসাৎ করেন। ওই ঋণের মেয়াদ ছিল বারো মাস। সে অনুযায়ী, ২০১৪ সালে ঋণ পরিশোধ করার কথা থাকলেও আসামি এখন পর্যন্ত কোনো ঋণের অর্থ পরিশোধ করেননি। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com