সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

৪১ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪১টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ও শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা দেওয়া কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাতের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, এডভেন্ট ফার্মার ২ শতাংশ নগদ লভ্যাংশ, আমরা টেকনোলজিসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, জেনারেশন নেক্সটের ১ শতাংশ নগদ লভ্যাংশ, জেনেক্স ইনফোসিসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ন্যাশনাল পলিমারের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, সিলভা ফার্মার ১ শতাংশ নগদ লভ্যাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, এএমসিএল প্রাণের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ, প্রিমিয়ার সিমেন্টের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫ শতাংশ নগদ লভ্যাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ১২ শতাংশ নগদ লভ্যাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, একমি ল্যাবরেটরিজের ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ, ওয়াটা কেমিক্যালসের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, জিবিবি পাওয়ারের ২ শতাংশ নগদ লভ্যাংশ, শাশা ডেনিমসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, এসিআইয়ের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ, বিডিকম অনলাইনের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, জাহিন স্পিনিংয়ের ০.২৫ মতাংশ নগদ লভ্যাংশ, নাভানা সিএনজির ১০ শতাংশ নগদ লভ্যাংশ, খুলনা পাওয়ারের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ফাইন ফুডসের ১.২৫ শতাংশ নগদ লভ্যাংশ, জিকিউ বলপেনের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, প্যাসিফিক ডেনিমসের ১ শতাংশ নগদ লভ্যাংশ, এসকে ট্রিমসের ৩ শতাংশ নগদ লভ্যাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ওরিজা এগ্রোর ৫ শতাংশ নগদ লভ্যাংশ, এসিআই ফর্মুলেশনসের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, শাহজীবাজার পাওয়ারের ১১ শতাংশ নগদ লভ্যাংশ, ভিএফএস থ্রেডের ২ শতাংশ নগদ লভ্যাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বারাকা পাওয়ারের ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ইউনাইটেড পাওয়ারের ৮০ শতাংশ নগদ লভ্যাংশ, বেঙ্গল উইন্ডসরের ৫ শতাংশ নগদ লভ্যাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ, মবিল যমুনা বাংলাদেশের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বিডি অটোকারসের ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com