নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যবসা খুব একটা ভালো হয়নি ২০২২-২৩ অর্থবছরে। এদিকে চলতি বছরেও ভালো করতে পারছে না মুদ্রাবাজারের এ প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম নয় মাসে এরইমধ্যে দুটি ব্যাংকের মুনাফা কমেছে বলে প্রতিবেদন দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ব্যাংকখাতে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) নয় শতাংশ কমেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৩২ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১২ পয়সা বা ৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে ইউসিবি।
বর্তমানে ব্যাংকটির শেয়ার রয়েছে ১৪৭ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৪৭৬টি। ব্যাংকটির শেয়ারপ্রতি ১২ পয়সা ক্ষতিতে মোট মুনাফা কমেছে ১৭ কোটি ৭১ লাখ ৮৫ হাজার ৮১৭ টাকা।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ০৫ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭১ পয়সায়।
তালিকাভূক্ত অপর ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৪ শতাংশ কমেছে।
চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ১৯ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১ টাকা ০৮ পয়সা বা ৩৪ শতাংশ কমেছে।
বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের সর্বমোট শেয়ার রয়েছে ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬টি। সবমিলিয়ে প্রথম ৯ মাসে ব্যাংকটির মুনাফা কমেছে প্রায় ১২ কোটি টাকা।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ০১ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২৩ পয়সা বা ২৩ শতাংশ কমেছে।
২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২২ পয়সা।
Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy