নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার নাইমুল ইসলামসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
অপর আসামিরা হলেন সোনালী ব্যাংকের হিসাবধারী রফিকুল ইসলাম, আল আমিন ও লিপি বেগম।
রায়ে আসামি নাইমুলকে দুটি পৃথক ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি ৮১ লাখ টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া অপর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়। অপর তিন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৮১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আসামি নাইমুল ও রফিকুলকে মঙ্গলবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উপস্থিত হন জামিনে থাকা আল আমিনও। এ ছাড়া অনুপস্থিত থাকায় আসামি লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২১ জুন পর্যন্ত বিভিন্ন তারিখে ১ কোটি ১৯ লাখ ১৯ হাজার ২০৪ টাকা নির্ধারিত হিসাবে জমা না করে চারটি হিসাবে পরস্পর যোগসাজশে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের ২৩ জুন সোনালী ব্যাংকের ওয়াপদা ভবন করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
Posted ১:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy