নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।
বুধবার এক বার্তার মাধ্যমে এ ঘোষণা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩” পরিচালিত হবে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহণ, বাজারজাতকরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিপণন থেকে বিরত থাকি-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’’।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই সময়টা মূলত মা ইলিশের প্রজননের উপযুক্ত সময়। তাই প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০ এর অধীন প্রণীত প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫ অনুযায়ী প্রতিবছর প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের লক্ষ্যে ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy