নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। আজ সোমবার (৯ অক্টোবর) জ্বালানিটির দাম ব্যারেলপ্রতি বাড়ে ৩ ডলারেরও বেশি। খবর রয়টার্স।
যুদ্ধ পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অনিশ্চয়তা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ বেড়েছে, যার প্রতিক্রিয়া গড়ায় দাম বৃদ্ধিতে।
আইসিই ফিউচারসে আজ অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৩ দশমিক ৬৭ শতাংশ বা ৩ ডলার ১০ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৭ ডলার ৬৮ সেন্টে।
অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ২৬ সেন্ট বা ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৬ ডলার ৫ সেন্টে। উভয় বাজার আদর্শেই প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৩ ডলারের বেশি।
Posted ১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
desharthonity.com | munny akter