নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০ দশমিক ১৫ শতাংশ বা ৭০৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এসব কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ১০৯ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ১৭ লাখ ২৯ হাজার ৫৪৯টি শেয়ার হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য ১০৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। এ সময় শেয়ারটির দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সোনালী পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭১ টাকা ২৩ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮৪ টাকা ৩৩ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটি ইপিএস হয়েছে ৪ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮৪ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০৭ টাকা ৮৮ পয়সা।
২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫০৮ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৯০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৭ দশমিক ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
desharthonity.com | munny akter