নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
সরকার আরও ৫টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ওইদিন এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা।
তবে সেই ঘোষণার পরও নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হচ্ছে না।
এরপর বাজারে সরবরাহ বাড়ানোর জন্য শুরুতে চার কোটি ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। পরে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
Posted ১২:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy