সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সদস্য দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার ঘোষণা এডিবির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

সদস্য দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার ঘোষণা এডিবির

সদস্য দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির এই অর্থ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করা হবে।

সোমবার (২ অক্টোবর) সংস্থাটির ম্যানিলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, এডিবি মূলধন ব্যবস্থাপনা সংস্কার অনুমোদন করেছে। এই অঞ্চলের ওভারল্যাপিং, যুগপৎ সংকট মোকাবিলায় পরবর্তী দশকে ১০০ বিলিয়ন ব্যয় করা হবে। জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারে স্থানান্তর করার জন্য প্রাইভেট এবং অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহের মাধ্যমে তহবিলের সম্প্রসারণকে আরও সুবিধা দেওয়া হবে।

এডিবি জানায়, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র মানুষগুলো নানা সংকটের সম্মুখীন হচ্ছে যা তাদের স্বাস্থ্য, শিক্ষার ফলাফল এবং জীবিকাকে বিপন্ন করে। আনুমানিক ১৫৫ মিলিয়ন মানুষ, বা এই অঞ্চলের জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বিশেষ করে নারীদের জীবনযাত্রার ব্যয়-সংকটের সম্মুখীন হচ্ছে, যা খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবাগুলো থেকে বঞ্চিত।

এছাড়া জলবায়ু পরিবর্তন এই অঞ্চলে নানা সংকট তৈরি করছে। পরবর্তী দশকে ১০০ বিলিয়ন মার্কিন ডলার নানা প্রকল্পে ব্যয় করার ফলে এডিবি সদস্যভুক্ত দেশগুলো আরও উপকৃত হবে বলে জানায় এডিবি।

এডিবি ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশসহ বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য দেশ ৬৮টি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com