সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা

ঘোষিত দরের চেয়ে বেশি মূল্যে ডলার বেচাকেনা করায় দেশের বেসরকারি খাতের ১০টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। জরিমানার মুখে পড়া ব্যাংকগুলো হলো—ব্র্যাক, ট্রাস্ট, মার্কেন্টাইল, মধুমতি, মিডল্যান্ড, প্রিমিয়ার, আল-আরাফাহ ইসলামী, সোশ্যাল ইসলামী, শাহজালাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১০৯(৭) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও জরিমানার শিকার হওয়া ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এসব ব্যাংকে বিশেষ পরিদর্শন চালায় বাংলাদেশ ব্যাংক। পরিদর্শনে ঘোষিত দরের চেয়ে বেশি মূল্যে ডলার বেচাকেনার প্রমাণ পাওয়া যায় বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

একটি ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান, বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো চিঠিতে ট্রেজারি প্রধানকে ব্যক্তিগতভাবে জরিমানা করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু চিঠিতে ট্রেজারি প্রধানের নাম উল্লেখ করা হয়নি। আমরা ধরে নিচ্ছি, ট্রেজারি প্রধানের পদটিকে জরিমানা করা হয়েছে। কারণ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো ব্যাংক কর্মকর্তা জরিমানা বা শাস্তির মুখে পড়লে তার ব্যাংকিং ক্যারিয়ার দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়।

যে ধারার অধীনে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করা হয়েছে, সেটিতে বলা হয়, ‘যদি কোনো ব্যক্তি এই আইনের অন্য কোনো বিধান লঙ্ঘন করেন, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশ বা আরোপিত কোনো শর্ত বা প্রণীত কোনো বিধি লঙ্ঘন করেন, তাহা হইলে তাহার উপর উক্ত লঙ্ঘনের জন্য অন্যূন ২০ হাজার টাকা এবং অনধিক ২ লাখ টাকা জরিমানা আরোপিত হইবে। যদি অনুরূপ লঙ্ঘন অব্যাহত থাকে, তাহা হইলে অনুরূপ লঙ্ঘনের প্রথম দিনের পর প্রতিদিনের জন্য অতিরিক্ত অন্যূন ১ হাজার টাকা জরিমানা যুক্ত হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ২:১৯ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com