সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা দ্বিতীয় প্রান্তিকে কমেছে তামার দাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

টানা দ্বিতীয় প্রান্তিকে কমেছে তামার দাম

চলতি সপ্তাহে তামার দাম কিছুটা বেড়েছে। তবে টানা দ্বিতীয় প্রান্তিকে পতনের ধারা পার করেছে ধাতুটি। ক্রমবর্ধমান হারে মজুদ ও ডলারের বিনিময় হার বাড়ায় বিক্রি কমেছে তামার। গত মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য তথ্য প্রকাশ হওয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার অপরিবর্তিত রাখার নীতি বহাল রাখে ফেডারেল রিজার্ভ ব্যাংক। এক বছরের মধ্যে ভোক্তা মূল্য সর্বোচ্চে ওঠায় চলতি বছরজুড়েই উচ্চ সুদহার বহাল রাখার সম্ভাবনা রয়েছে। ফলে ডলার আরো শক্তিশালী হওয়ার আভাসে নিম্নমুখী প্রবণতায় পড়েছে শিল্প ধাতুটির বাজার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) চলতি সপ্তাহে তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ২৭৫ ডলার ৫০ সেন্টে। তবে প্রান্তিকওয়ারি দাম কমেছে দশমিক ৫ শতাংশ। এ নিয়ে টানা দুই প্রান্তিকে দরপতন দশা চলছে ধাতুটির।

 

অন্যদিকে, সুদহার আরো বাড়ানো হলে তামার দাম আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেননা ডলারের দাম বেশি থাকলে অন্য মুদ্রার বিপরীতে তামার ক্রয় খরচ বাড়বে। ফলে চাহিদা কমবে ধাতুটির। এরই মধ্যে তৃতীয় প্রান্তিকে ডলারের বিনিময় মূল্য বেড়েছে ৩ শতাংশ, যা চলতি বছরের সর্বোচ্চ।

অন্যদিকে, এলএমইতে ওয়্যারহাউজগুলোর মজুদ ১৪০ শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২৫ টনে, যা ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ প্রান্তিক। অন্যদিকে, সাংহাই ফিউচারসে সরকারি ছুটি চলছে। ৯ অক্টোবর পুনরায় কার্যক্রম শুরু হবে।

এলএমইতে চলতি সপ্তাহে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২১৬ ডলার ৫০ সেন্ট, নিকেলের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে ২০ হাজার ৯০ ডলার ও সিসার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ২২৪ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়েছে।

এলএমইতে তৃতীয় প্রান্তিকে দস্তার দর বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ, যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের পর সর্বোচ্চ। আর টানা দুই প্রান্তিকে পতনের পর তৃতীয় প্রান্তিকে সিসার দর বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। টানা তৃতীয় প্রান্তিকে পতন দেখেছে নিকেল।

Facebook Comments Box
advertisement

Posted ২:০২ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com