নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
রুপার দাম আগামীতে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌর শিল্পে ধাতুটির চাহিদা বাড়ায় এবং খনি থেকে উত্তোলন কমায় দাম বাড়বে ধাতুটির। পাশাপাশি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমে আসতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়বে রুপার। খবর মাইনিং ডটকম।
বিশ্বব্যাপী পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর কার্যক্রম জোরদার হওয়ায় সৌর খাতের গুরুত্ব বেড়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সোলার প্যানেল নির্মাণে রুপার ব্যবহার ক্রমেই বাড়ছে। এছাড়া ধাতুটি গয়না, ইলেকট্রনিকস ও বিদ্যুচ্চালিত গাতি নির্মাণেও ব্যবহার করা হয়। বিনিয়োগের মাধ্যম হিসেবেও রুপা জনপ্রিয়।
তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদহার বাড়ানোয় আন্তর্জাতিক বাজারে ধাতুটির দরপতন ঘটেছে। প্রতি আউন্সে ৪ শতাংশ দাম কমে ধাতুটির মূল্য দাঁড়িয়েছে ২৩ ডলারে।
ব্রোকারেজ ওএএনডিএর সিনিয়র বাজার বিশ্লেষক এড মোয়া বলেন, ‘রুপার দাম সামনে আবারো আকর্ষণীয় হয়ে উঠবে। চলতি বছর প্রতি আউন্স রুপা ২৪ ডলারের ওপরে উঠবে। রুপা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। কারণ একদিকে খনি থেকে উত্তোলন ততটা বাড়ছে না, যতটা চাহিদার পরিমাণ বাড়ছে। বিশেষ করে সৌর শিল্পে এর চাহিদা বেড়েছে।’
সিলভার ইনস্টিটিউটের তথ্যমতে, ২০২২ সালে বাজারে ২৩ কোটি ৭৭ লাখ আউন্স সরবরাহ কম ছিল। আগামীতেও সরবরাহ ঘাটতি অব্যাহত থাকবে। তবে বিনিয়োগকারীদের হাতে থাকা রুপা বাজারের ঘাটতি পূরণে কিছুটা সহায়তা করবে।
সিলভার ইনস্টিটিউট অনুসারে, সোলার প্যানেলের ফটোভোলটাইক সেল (পিভি) তৈরিতে রুপার চাহিদা ক্রমেই বাড়ছে। এখানে চাহিদা ২০১৪ সাল থেকে তিন গুণ বেড়েছে এবং ২০২৩ সালে ১৬ কোটি ১০ লাখ আউন্সে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
Posted ১:২৮ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
desharthonity.com | munny akter