নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ অনুমোদনের জন্য কোম্পানি দুইটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে আবেদন জানিয়েছে। এরই ধরাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে ডিএসই কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এখন থেকে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’ এর পরিবর্তে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া, কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এদিকে ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া, কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
Posted ১২:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy