নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা জুবায়ের কবির ব্যাংকটির ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৩ আগস্ট ডিএসইতে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৩৯ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৯১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১০ টাকা ৪০ থেকে ১০ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter