সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৮৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

দুই মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৮৭ কোটি টাকা

চলতি অর্থবছর বড় রাজস্ব আদায়ের পেছনে ছুটতে গিয়ে ঘাটতি বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব ঘাটতি ছিল কোটি ১৮০০ কোটি টাকার বেশি। তবে পরের মাস এই ঘাটতি দ্বিগুণ হয়েছে।

অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭ কোটি টাকা। এই দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা, এর বিপরীতে আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। যদিও এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪০ হাজার ২৯৩ কোটি টাকা। রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন এভাবে ঘাটতি বাড়তে থাকলে বরাবরের মতো এবারও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না এনবিআর।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে। যদিও ভ্যাট ও আয়কর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন উচ্চ মূল্যস্ফীতিতে ভ্যাট থেকে রাজস্ব বেড়েছে। আর রিটার্ন দাখিলের সময় ঘনিয়ে আসায় আয়কর থেকেও আসেনি কাঙ্ক্ষিত রাজস্ব।

জুলাই ও আগস্টে ১ হাজার ১৪৪ কোটি টাকার ভ্যাট কম আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে। এই দুই মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫. ০১ কোটি টাকা আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০.৮২ কোটি টাকা। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। গত অর্থবছরের আলোচ্য সময়ে ভ্যাট থেকে আয় হয়েছিল ১৫ হাজার ৩৩.০৩ কোটি টাকা।

জুলাই ও আগস্টে ২ হাজার ৯৫৮.১৬ কোটি টাকার আয়কর ও ভ্রমণকর কম আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে। এই দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা আদায় হয়েছে ১২ হাজার ১০০.৮৪ কোটি টাকা। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩৯ শতাংশ বেশি। গত অর্থবছরের আলোচ্য সময়ে ভ্যাট থেকে আয় হয়েছিল ১০ হাজার ৩৯৬.৮২ কোটি টাকা।

তবে ডলার সংকটের মাঝেও আমদানি ও রপ্তানি থেকে শুল্ক আদায় বেড়েছে। এমনকি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪.৬২ কোটি টাকা বেশি আদায় হয়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭.৫০ কোটি টাকা, আদায় হয়েছে ১৬ হাজার ১৯২.১২ কোটি টাকা। গত অর্থবছরের আলোচ্য সময়ে এই খাত থেকে ১৪ হাজার ৮৬৩.৬০ কোটি টাকার রাজস্ব এসেছিল। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি ও রপ্তানি থেকে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com