সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থবছরের দুই মাসে এডিপি বাস্তবায়ন ৪ শতাংশের কম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

অর্থবছরের দুই মাসে এডিপি বাস্তবায়ন ৪ শতাংশের কম

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার সামান্য বেশি ছিল। ওই দুই মাসে বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) মঙ্গলবার এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত জুলাই ও আগস্ট মাসে ১০ হাজার ৫৪২ কোটি টাকা খরচ করতে সক্ষম হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ৯ হাজার ৮৪৪ কোটি টাকা।
এ ছাড়া একক মাস হিসেবে গত আগস্টে এডিপির বাস্তবায়ন গত অর্থবছরের একই মাসের চেয়ে বেশ খানিকটা কম। গত আগস্টে খরচ হয়েছে ৭ হাজার ৫২ কোটি টাকা। গত অর্থবছরের আগস্টে যা ছিল ৭ হাজার ৩৮৮ কোটি টাকা।

সাধারণত প্রতি অর্থবছরেই আগের অর্থবছরের তুলনায় এডিপির আকার বৃদ্ধি পায়। সে ধারাবাহিকতায় চলতি অর্থবছর এডিপি বরাদ্দ গত অর্থবছরের তুলনায় বেড়েছে ১৮ হাজার কোটি টাকা। মোট আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। ১ হাজার ৩৪০টি প্রকল্পের বিপরীতে এ বরাদ্দ রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com