নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর গতকাল ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোম্পানিটি।
তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৩ টাকা ৫০ পয়সা। লেনদেন শেষে এ দর কমে দাঁড়িয়েছে ১০৫ টাকা ১০ পয়সায়। সে হিসাবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৪০ শতাংশ। গতকাল কোম্পানিটির মোট ১০ লাখ ৪৮ হাজার ৪৪৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১১ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৩ পয়সায়।
Posted ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter