নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পূর্বঘোষণা অনুযায়ী, কোম্পানিটির এজিএম ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে ২১ সেপ্টেম্বর করা হয়েছে। এছাড়া এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সানলাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা বেশি হয়েছে। গত বছরের একই সময়ে এ খাতে ৩৩ লাখ ৯০ হাজার টাকা বেশি ব্যয় হয়েছিল। চলতি বছরের ৩০ জুন শেষে সানলাইফের তহবিল ৭০ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির জীবন বীমা তহবিল হয়েছে ৪৫ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ১১৫ কোটি ৭৫ লাখ টাকা।
সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। লোকসানের কারণে ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। ডিএসইতে গতকাল সানলাইফের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫২ টাকা ৯০ পয়সা।
Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter