নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদ (৬৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। সিএসই থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকার গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গণে বাদ এশা মরহুমের প্রথম জানাজা শেষে মরদেহ চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা গ্রামের ইলিয়াস খাঁর বাড়িতে নেওয়া হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন মামুন-উর-রশিদ। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন মামুন-উর-রশিদ। তার আগে তিনি প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy