সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতে সূচক পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সপ্তাহের শুরুতে সূচক পতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ক্রেতা-সংকটে পড়ে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে বৃহস্পতি ও রোববার টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রকৌশল, ওষুধ এবং খাদ্য খাতের শেয়ারের মতো এদিন বিমা খাতের শেয়ারের দাম কমেছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বড় দরপতন হয়েছে।

ডিএসইর দেওয়া তথ্য মতে, রোববার বাজারে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ তিনগুণ পরিমাণ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আর অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে।ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

এদিন ৩০০টি কোম্পানির ১১ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৮৫৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৫৩৫ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে ছিল—রয়েল টিউলিপ সি পার্ল বিচ, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার।
আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে। সিএসইতে ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৪৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৩৩৫ টাকার শেয়ার।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৩ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com