নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মুজিবুল ইসলাম।
এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) সুকুমার চন্দ্র রায়, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব সোহাগ তালুকদার।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ১৮ কোটি ৩৪ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ১৮ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৭৯ টাকা, যা আগের বছর ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কিছুটা বেড়েছে। ২০২২ সালে মোট সম্পত্তির পরিমাণ ১৩৯ কোটি ৬০ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১২৪ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য বছরে কোম্পানির বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৯৬ কোটি ১১ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া ২০২২ অর্থ বছরে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় দাঁড়ায় ১০ কোটি ৩৭ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৮ কোটি ১৩ লাখ টাকা।
বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ১.৪৪ টাকা, যা আগের বছর ছিল ১.৩৭ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ১৩.৬৯ টাকা, যা ২০২১ সালে ছিল ১৩.৩৭ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশসহ (নগদ ৭% স্টক ৩%) সভার অন্যান্য কর্মসূচি বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৭:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy