নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে লেনদেন হওয়া হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এ দরবৃদ্ধির কারণ অনুসন্ধানে গত বুধবার ডিএসইকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের সার্ভিল্যান্স বিভাগ থেকে এ চিঠি ইস্যু হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জটিকে এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন বিএসইসির কাছে জমা দিতে বলা হয়েছে। গতকাল সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর বেড়ে ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এ বৃদ্ধিকে অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে বিএসইসির চিঠিতে। একই সঙ্গে কোম্পানির ২৭ এপ্রিল-পরবর্তী সময়ের গতিবিধি তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর হিমাদ্রি লিমিটেডসহ চারটি ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানি ও দুটি নতুন কোম্পানির লেনদেনের মাধ্যমে ডিএসইর এসএমই প্লাটফর্ম চালু হয়। কোম্পানিটি এ মার্কেটে ৯ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু করেছে। এরপর দেড় বছর বা ১৮ মাস কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির গতি স্বাভাবিকই দেখা যায়। চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৫ টাকা ৩০ পয়সায়। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানির শেয়ারদর দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে মাত্র চার মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ হাজার ৬৭৮ টাকা ৪০ পয়সা বা ১০৪ দশমিক ২০ গুণ। আলোচ্য সময়ের মধ্যে গত ৭ মে কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি ১৫ হাজার ৭৭৪টি লেনদেন হয়। এরপর সর্বোচ্চ ১৩ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয় গত ২ জুলাই। গতকাল কোম্পানিটির ১৭৮টি শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার সংখ্যা কম হওয়ার কারণে সহজেই এর শেয়ারদর প্রভাবিত হয়। এছাড়া এ প্লাটফর্মে বিনিয়োগকারীদের সংখ্যাও সীমিত। মূল মার্কেটের তুলনায় এখানে শেয়ারদর বাড়া-কমার ক্ষেত্রে নিয়ন্ত্রণও কিছুটা শিথিল।
Posted ১২:০৮ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter