নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের গ্যাস মিটার সংযোগ গত ২৬ জুলাই সাময়িকভাবে স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে কোম্পানির ডায়িং ইউনিটের উৎপাদন আপাতত বন্ধ রয়েছে। তবে কোম্পানির অন্যান্য ইউনিটের কার্যক্রম চলমান রয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা।
Posted ১২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter