নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
শেয়ারহোল্ডারদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসি)।
জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। অর্থাৎ শেয়ার প্রতি ৫ টাকা ১০ পয়সা টাকা করে লভ্যাংশ দেবে কোম্পানিটি।
সোমবার (২৮আগস্ট) প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালে প্রতিষ্ঠানটির আয়ের বিপরীতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা। অর্থাৎ ২৭৯ কোটি কোটি ২ লাখ ৯৬ হাজার ৭৮ টাকা।
সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫ টাকা ১০ পয়সা করে মোট ৮৪ কোটি ১০ লাখ ১৮ হাজার ১০১ টাকা দেবে। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের ৪৬ শতাংশ করে লভ্যাংশ দেওয়া হয়েছিল।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০টি। কোম্পানির সোমবার দিন সর্বশেষ লেনদেন হয়েছে ২১৮ টাকার ৯০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর। আর তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে২০ সেপ্টেম্বর দিন।
গত ৩০ জুন সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৫ পয়সা।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy