নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সংগৃহীত অর্থের একটা অংশ বরাদ্দ রাখা হয়েছিল ‘আইপিও ব্যয়’ নিষ্পত্তির জন্য। এ অংশের অবশিষ্ট ৪৬ কোটি ৭৩ লাখ ৯৭৬ টাকা ব্যাংকটি এখন ভিন্ন খাতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করবে। পর্ষদে এ সিদ্ধান্তের পাশাপাশি ব্যাংকটির নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
তথ্য অনুসারে, আইপিও ব্যয় খাতের অর্থ ব্যয় ও ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ অক্টোবর বিকাল ৪টায় ইজিএম আহ্বান করেছে মিডল্যান্ড ব্যাংক। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। ব্যাংকটির নাম পরিবর্তন করে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে থেকে মিডল্যান্ড ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার এক মাসের মধ্যে সরকারি সিকিউরিটিজে ব্যাংকটি বিনিয়োগ করবে বলে জানিয়েছে।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter