নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক (জিআইবি) লিমিটেডের সমস্ত ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।
রোববার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে ‘ডেটা মাইগ্রেশন’ সম্পন্ন করার জন্য আগমাী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন বা ১২০ ঘণ্টা সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী “ডাটা মাইগ্রেশন” নিউ কোর ব্যাংকিং সফটওয়্যারের কাজ সম্পন্ন করবে। এ কারণে গ্লোবাল ইসলামী ব্যাংক ৫ দিন তাদের ব্যাংককিং সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter