সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন ২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন ২ সেপ্টেম্বর

উত্তরের জেলা পঞ্চগড়ে উদ্বোধন হতে যাচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। ‘উত্তরাঞ্চলের চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের’ সঙ্গে মতবিনিময় ও চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম বলেন, আগামী ২ সেপ্টেম্বর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ নিলাম কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। যা পরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় সম্প্রসারিত হয়েছে। উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে সভায় কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

এখনও স্থান নির্ধারণ করা না হলেও নতুন অবস্থায় অনলাইনে কার্যক্রম পরিচালিত হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এসময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমানসহ অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com