সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিস্টেম এনালিস্ট পদে অযোগ্য প্রার্থীগণদের নিয়োগ বাতিলের জন্য আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সিস্টেম এনালিস্ট পদে অযোগ্য প্রার্থীগণদের নিয়োগ বাতিলের জন্য আবেদন

জীবন বীমা করপোরেশনে সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিস্টেম এনালিস্টসহ অন্যান্য আইসিটি পদে নিয়োগের অনিয়মের বিষয়ে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয় নিম্নস্কাক্ষরকারি সশরীরে প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আমার বক্তব্য প্রদান করেছি। কিন্তু অজ্ঞাত কারণে ঐ তদন্ত কমিটির প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট দাখিল করে নাই এবং আলোর মুখ দেখে নাই। আমারা চাই যোগ্য ব্যক্তি আইন ও বিধি-বিধান মেনে নিয়োগ পেয়ে যোগ্য পদে আসীন হবেন এটাই আমাদের প্রত্যাশা। অযোগ্য ব্যক্তি নিয়োগ প্রাপ্ত হলে সরকারের এবং করপোরেশনের অপুরণীয় ক্ষতি হয়। উল্লেখ্য, উক্ত নিযোগ পরীক্ষায় সিনিয়র সিস্টেম এনালিস্ট পদে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং আমার রেজিঃ নম্বর ছিলো : ১০০০০১২।

আবু আবেদ মো: শোয়াইব, সিনিয়র সিস্টেম এনালিস্ট এবং মেহেদী হাসান, সিস্টেম এনালিস্ট এর নিয়োগ বিজ্ঞপ্তির চাহিত ১(খ) ও ২(খ) অনুচ্ছেদ অনুযায়ী অভিজ্ঞতা নাই। তুয়া, জাল এবং কোম্পানী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বই চাকুরী করা এবং মেহেদী হাসান নন-আইটি চাকুরীর অভিজ্ঞতা দেখিয়ে চাকুরী নিয়েছেন। জীবন বীমা করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির এবং আইটি পারসোনেল রিকুটমেন্ট রুল ১৯৮৫ অনুযায়ী তাদের চাহিত যোগ্যতা ছিলো না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের ২৬/০৯/২০২০ তারিখে পত্রের স্মারক নং-১৭৬ এবং বীমা উন্নয়ন কর্তৃপক্ষের ২৫ অক্টোবর, ২০২০ তারিখের ৫০নং স্মারকের আলোকে এই মর্মে মহোদয়কে অবহিত করা যায় যে, আবু আবেদ মো: শোয়াইব বিগত ০১/০১/২০১৩ তারিখে হতে ২০/০৬/২০১৫ তারিখ পর্যন্ত দুই বছর ০৫ মাস ২০ দিন ভেনাস আইটি লি: নামক প্রতিষ্ঠানে সিস্টেম এনালিসট পদে চাকুরী করেছেন। কিন্তু জয়েন্ট স্টক কো: রেজিস্টেশন শাখা এবং বেসিস মেম্বারশীপ তালিকা (https://basis.org.bd/member-list) খোঁজ নিয় জানা যায় যে, ভেনাস অইটি লি: ০৩/০৪/২০১৬ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে যার রেজি নং-সি-১৩০০২২ (কপি সংযুক্ত)। অর্থাৎ ভেনাস আেইটি প্রতিষ্ঠিত হওয়ার আগেই তিনি চাকুরী করেছেন? এমতাবস্থায়, জনাব শোয়াইবের ভেনাস আইটি এর অভিজ্ঞতার সনদটি ভূয়া বা জাল। এছাড়া চাকুরী আবেদনের সময় নিয়োগ বিজ্ঞপ্তির ১(খ) এর শর্তানুযায়ী ০৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে কিন্তু দাখিল করেছেন দুই বছর ০৫ মাস ২০ দিন। আবেদনের করার সময় যেহেতু তাঁর এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছিলনা তাই তার অভিজ্ঞতা কম বিধায় চাকুরী পাওয়ার যোগ্যতা নাই। অন্যদিকে নিয়োগ বিজ্ঞপ্তির ১(গ) এর শর্তানুযায়ী কম্পিউটারে সোসাইটির সদস্য পদ থাকার কথা বলা হয়েছে কিন্তু ৩১/12/2017 তারিখে চাকুরী আবেদন করার আগেই মেয়াদ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মেম্বারশীপ সদনের মেয়াদ শেষ হয়ে গেছে (কপি সংযুক্ত)।

বর্ণিত বিষয়সমূহ আমলে নিয়ে নিযোগ বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁদের (জনাব শোয়াইব ও জনাব মেহেদী) অভিজ্ঞতার সনদসহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সঠিকতা যাচাইকরণ এবং নিয়োগের সাথে সশ্লিষ্ট দুর্নীতিবাজ অফিসারেগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বর্তমান নিয়োগ বাতিল করে অবৈধ নিয়োগপ্রাপ্তগণের নিকট হতে এ পর্যন্ত গ্রহণকৃত বেতন ভাতাদি ও আর্থিক সুবিধাদি ফেরত প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুণরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মহোদয়ের নিকট বিনীত আবেদন জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com