নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গেল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজার ডিএসইর লেনদেন তিনশ কোটি টাকার নিচে নামে। পর পর দু’দিন বেড়ে গতকাল সোমবার তা প্রায় পাঁচশ কোটি টাকায় উন্নীত হয়েছে। লেনদেন বৃদ্ধির সঙ্গে শেয়ারের দরও ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এতে দরপতনের আতঙ্ক কিছুটা হলেও কমেছে বিনিয়োগকারীদের মধ্যে।
অবশ্য বরাবরের মতো গুটিকয়েক শেয়ার ঘিরে সিংহভাগ লেনদেন হচ্ছে। গতকাল লেনদেনে শীর্ষ ২০ শেয়ারের লেনদেন ছিল মোটের ৪৮ শতাংশ। রোববার এ হার ছিল ৬২ শতাংশের বেশি। গত বুধ ও বৃহস্পতিবার যা ছিল যথাক্রমে পৌনে ৫৪ এবং ৫৪ শতাংশ। লেনদেন বৃদ্ধিতে একক খাত হিসেবে বীমার অবদান ছিল বেশি। ডিএসইতে এ খাতে ১০০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা রোববারের তুলনায় আড়াই গুণ এবং গতকালের মোট লেনদেনের ২০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের অংশ ছিল মোটের ১৮ শতাংশ।
বীমা খাত শুধু লেনদেন নয়, শেয়ার দর বৃদ্ধির দিক থেকেও এগিয়ে ছিল। এ খাতের লেনদেন হওয়া ৫৫টি শেয়ারের মধ্যে ৪৫টির দর বেড়েছে, কমেছে মাত্র একটির। গড় দর বৃদ্ধির হার প্রায় আড়াই শতাংশ। তবে সর্বোচ্চ সাড়ে ৪ শতাংশ দর বেড়েছে কাগজ ও ছাপাখানা খাতের শেয়ারের।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, গুজব বা গুঞ্জনে যেসব শেয়ারের দর বাড়ছে, বেশির ভাগ বিনিয়োগকারী সেসব শেয়ার কেনাবেচা করছেন বেশি। পাঁচ থেকে ছয় বছর পর তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির মালিকানা বদলের ইস্যু সামনে এসেছে। প্রায়ই এসব শেয়ার দর বৃদ্ধি ও লেনদেন বৃদ্ধির শীর্ষে থাকছে। গতকাল একক কোম্পানি হিসেবে সাড়ে ৩৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা নিয়ে শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। ৩২ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল সোনালী পেপার।
সার্বিক হিসাবে ডিএসইতে গতকাল ৩২৫ কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড ইউনিট কেনাবেচা হয়েছে। যার বাজার মূল্য ছিল ৪৯৫ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৫৬টির। ক্রেতার অভাবে ৬৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৬২৯১ পয়েন্ট ছাড়িয়েছে। গতকালসহ সর্বশেষ তিন কার্যদিবসে সূচকটি বাড়ল ৭১ পয়েন্ট। এর আগের তিন কার্যদিবসের দরপতনে হারিয়েছিল ৭৬ পয়েন্ট। সূচকটি তার হারানো পয়েন্টের প্রায় সবটাই ফিরে পেয়েছে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter