সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ধারাবাহিক দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সপ্তাহজুড়ে ধারাবাহিক দরপতনে লেনদেন কমেছে

সপ্তাহজুড়ে ধারাবাহিক দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। দেশের প্রধান শেয়ারজবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে সব ধরনের সূচকের পাশাপাশি মূলধন ১ হাজার ৬২১ কোটি টাকা কমেছে। তবে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সাপ্তাহিক বাজর পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহে ডিএসইর সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২০৫ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ১০ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩৫৫ দশমিক ৮৬ পয়েন্টে এবং ২ হাজার ২২১ দশমিক ৩৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির, দর কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানির। লেনদন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার। আলোচ্য সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৮ দশমিক ২৫ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪২২ কোটি ২৩ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি ৬৯ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২১ কোটি ৭১ লাখ টাকা।

অপরদিকে, বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। তবে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। লেনদেন বেড়েছে ৪২ দমমিক ৩৫ শতাংশ। তবে পুঁজিবাজারে মূলধন পরিমাণ কমেছে ১ হাজার ৮৬৯ কোটি টাকা। কমেছে সব ধরনের সূচক।

এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৩৩৪ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৬ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৬ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫১ শতাংশ এবং সিএসইআই সূচক দশমিক ৬৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩২৫ দশমিক ৩৫ পয়েন্টে, ১৩ হাজার ২৯৮ দশমিক ২৩ পয়েন্টে, ১০ হাজার ৯৯০ দশমিক ১৭ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ দশমিক ৪৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২টির, দর কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির।
লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৫২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৮২ লাখ টাকা বা ৪২ দমমিক ৩৫ শতাংশ।

গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৯ হাজার ৬৭৬ কোটি ৬২ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি ৭৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com