সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ হলো আইওএসকো’র এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন

দীর্ঘ মেয়াদী বিনিয়োগে অর্থায়নের উৎস শেয়ারবাজার : ড. মসিউর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

দীর্ঘ মেয়াদী বিনিয়োগে অর্থায়নের উৎস শেয়ারবাজার : ড. মসিউর রহমান

ঢাকায় শেষ হলো বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা।

দুই দিনব্যাপী সভায় প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। গত মঙ্গলবার সম্মেলন শুরু হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইওএসকো’র এপিআরসি’র ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, আইওএসকোর ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনদার সিংহ এবং আইওএসকো’র এপিআরসি’র চেয়ার সেগুরু আরিজুমি।

সমাপনী অনুষ্ঠানে ড. মসিউর রহমান বলেন, দীর্ঘ মেয়াদী বিনিয়োগে অর্থায়নের উৎস শেয়ারবাজার। ব‍্যাংকের মাধ‍্যমে এটি সম্ভব হয় না। বাংলাদেশের রাজস্ব ও মুদ্রানীতির মাধ‍্যমে শেয়ারবাজারকে সহায়তা দেওয়া হচ্ছে। বাজার গভীরতা বাড়াতে কাজ করছে বিএসইসি।

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, বাংলাদেশের অর্থনীতি বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে কাজ করছে সরকার। তিনি আর্থিক প্রবৃদ্ধি চাইলে নিয়ন্ত্রকসংস্থার সক্ষম বাড়াতে হবে। আর বিএসইসির সক্ষম বাড়ছে।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের শেয়ারবাজার অত‍্যান্ত সম্ভাবনাময়। এই সম্ভাবনা কাজে লাগাতে কাজ করছে কমিশন। তিনি এ ধরনের সম্মেলন বাংলাদেশের পুজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। কারসাজি রোধে প্রযুক্তির ব‍্যবহার বাড়ানো জরুরি।

আগামী শেয়ারবাজার ইতিবাচক হবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন, বিধিমালা, চলমান পরিস্থিতি, ঝুঁকি, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় সহ পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে বিনিয়োগ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সভায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com