নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
অবৈধভাবে ব্যবহার ও বকেয়ার কারণে রাজধানীতে ৪৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানায়।
তিতাস জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন বিশেষ অভিযানে সংযোগ বিচ্ছিন্নকারী টিম ঢাকা মেট্রোতে বকেয়ার কারণে ৪৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযানে সর্বমোট ৪৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষণিক জরিমানা ও বকেয়া বাবদ আদায় করা হয় ১৭.৬৩ লাখ টাকা।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter