সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেক্সিমকোর দুই প্রকল্প উৎপাদন শুরু, তৃতীয়টি নির্মাণাধীন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বেক্সিমকোর দুই প্রকল্প উৎপাদন শুরু, তৃতীয়টি নির্মাণাধীন

সুকুক (শরিয়াহ ভিত্তিক বন্ড) ছেড়ে উত্তোলন করা অর্থ দিয়ে স্থাপিত বেক্সিমকোর দুই প্রকল্প বাণিজ্যক উৎপাদন শুরু করেছে। এ দুই প্রকল্পে সুকুকের আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। আর তৃতীয় প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ২০২১ সালে সুকুক ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে। ওই টাকা কোম্পানির দুটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার কথা। কোম্পানি দুটি হচ্ছে-তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড। এছাড়া সংগৃহীত অর্থের একাংশ বস্ত্র খাতের বিভিন্ন ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করার কথা জানিয়েছিল কোম্পানিটি।

গত ৮ জানুয়ারি থেকে তিস্তা সোলার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গত ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। প্রকল্পটিতে ১ হাজার ৮৮১ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর উৎপাদনক্ষমতা ২০০ মেগাওয়াট।

অন্যদিকে, বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনে ব্যয় করা হয়েছে ৮০৫ কোটি টাকা। এর মাধ্যমে এই ডিভিশনের বিভিন্ন ইউনিটে নতুন মেশিনারিজ স্থাপন করা হয়েছে। তাতে কোম্পানির স্পিনিং, ডেনিম, ইয়ার্ন ডাইয়িং, নিটিং, প্রিন্টিং ও ওয়াশিং ইউনিটের উৎপাদনসক্ষমতা বেড়েছে।

আলোচিত দুই প্রকল্পে সুকুকের তহবিল থেকে মোট ২ হাজার ৬৮৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রকল্প দুটি থেকে রাজস্ব পেতে শুরু করেছে কোম্পানিটি।

সুকুকের তহবিল বিনিয়োগে করতোয়া সোলার লিমিটেডের নির্মাণ কাজ চলছে। এর উৎপাদন ক্ষমতা ৩০ মেগাওয়াট। আগামী বছরের ৩০ জুনের মধ্যে এটি উৎপাদনে আসবে বলে আশা করছে বেক্সিমকো।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com