সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেনের শীর্ষ তালিকায় খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট

লেনদেনের শীর্ষ তালিকায় খান ব্রাদার্স

আজ ঢাকার শেয়ারবাজারে দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেনে নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রথম এক ঘণ্টা ৪০ মিনিটে ১৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার তিনটি সূচকই সূচকই নিম্নমুখী।

আজ আবারও বন্ধ থাকা কোম্পানি খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে কিছুক্ষণ পরে তা আবার দ্বিতীয় স্থানে নেমে যায়। শীর্ষে উঠে আসে ফুওয়াং ফুড। কিছুদিন ধরে খান ব্রাদার্সের শেয়ারের দাম বাড়ছে। বাজার সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, বন্ধ থাকা একটি কোম্পানির শেয়ারের এ রকম মূল্যবৃদ্ধি কারসাজি ছাড়া কিছু নয়। সে কারণে তারা তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়ে আসছেন, যদিও এখন পর্যন্ত তা গঠিত হয়নি।

খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায়, এককভাবে কোনো খাত মূল্যবৃদ্ধির শীর্ষে নেই। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম হয় অপরিবর্তিত আছে, না হয় কমেছে। অনেক কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার শেয়ারবাজারের লেনদেনের শীর্ষে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ১৩ কোটি ২৭ লাখ টাকার।

বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৯৮ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৫৯ পয়েন্ট; ডিএস ৩০ সূচক কমেছে ৪ দশমিক ৪৬ পয়েন্ট।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com