নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেল আরও পাঁচটি তৈরি পোশাক প্রতিষ্ঠান। এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২০০।
সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ এর তথ্যমতে, সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পাওয়া শীর্ষ ১০টির মধ্যে প্রথমটিসহ ৮টিই বাংলাদেশে। শীর্ষ ১০০টির মধ্যে ৫৩টি বাংলাদেশে।
নতুন যে পাঁচটি কারখানা সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে সেগুলো হলো-লিজা ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড, লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিমিটেড, প্যাসিফিক নিটেক্স লিমিটেড, ইউনিভার্সাল জিন্স লিমিটেড রিসার্টিফিকেশন ও বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter