নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে যেন ‘আলাদীনের চেরাগ’ নেমে এসেছে। এই প্রদীপের ওপর ভর করে বিমা খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারে বিনিয়োগকারীদের ৫ গুণ ক্যাপিটাল গেইন (মুনাফা) হয়েছে। এই খাতের আরেক কোম্পানি চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের মুনাফা হয়েছে প্রায় সাড়ে ৫ গুণ।
গত এক বছরে একইভাবে ভ্রমণ খাতের কোম্পানি রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ারের মুনাফা হয়েছে চার গুণ। অর্ধেক উৎপাদনে থাকা এমারেল্ড অয়েল কোম্পানির শেয়ারেও চার গুণ মুনাফা করেছেন বিনিয়োগকারীরা।
অস্বাভাবিক মুনাফার কারণে ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ বনে গেছেন অন্তত ৫০ কোম্পানির বিনিয়োগকারীরা। এই ৫০ কোম্পানির বিনিয়োগকারীরা গত এক বছরে শেয়ার প্রতি সর্বনিম্ন ৪০ শতাংশ থেকে ৫২০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছেন। ঢাকা পোস্টের অনুসন্ধানে এ চিত্র উঠে এসেছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বেশকিছু ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া দরপতন ঠেকাতে ২০২২ সালের ৩১ জুলাই ফ্লোর প্রাইস আরোপ করেছিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশেষ এ ‘থেরাপি’র এক বছর পূর্ণ হয়েছে গত ৩০ জুলাই (রোববার)।
অনুসন্ধানে দেখা গেছে, প্রথম যেদিন পুঁজিবাজারে ফ্লোর প্রাইস আরোপ করা হয় সেইদিন ২২২ প্রতিষ্ঠানের শেয়ার, মিউচুয়াল ফান্ডের ইউনিটের যা দাম ছিল, ঠিক এক বছর পর ৩০ জুলাই (রোববার) একই ছিল। অর্থাৎ ফ্লোর প্রাইসের কারণে এই কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেনি। বরং এখান থেকে কোম্পানিগুলো বার্ষিক লভ্যাংশ পেয়েছে।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter