সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

শেষ কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন

বাংলাদেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৫০ কোটি টাকার নিচে নেমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭টি কোম্পানির। দরপতন হয়েছে ১৫০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ২২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৩৪ পয়েন্টে, সিএসসিএক্স ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ৯৯০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com