সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার

দেশ সেরা হল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

দেশ সেরা হল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচিত হয়েছে। কোম্পানিটি ২০২২ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ এ প্রথম স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি আনুষ্ঠানিকভাবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টসহ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পুরস্কার বিতরণ করেছে। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সুবর্ণজয়ন্তী পুরস্কার প্রাপ্তি সম্পর্কে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান বিএসইসির এই যুগোপযোগী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ পুরস্কার আমাদের নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি। এটি আমাদেরকে মিউচুয়াল ফান্ড ও পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীল করবে।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান রহমানের নেতৃত্বে ক্যাপিটেক সততার সঙ্গে কমপ্লায়েন্স মেনে তাদের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণ করছে। এছাড়াও দেশের মিউচ্যুয়াল ফান্ড তথা পুঁজিবাজার-এর উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চতি করতেও কাজ করছে। ফলস্বরূপ, কোভিড-১৯ মহামারী এবং বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ক্যাপিটেক সর্বদা তাদের বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন প্রদান করে আসছে। বর্তমানে ক্যাপিটেকের ব্যবস্থাপনায় তিনটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পরিচালিত হচ্ছে। কোম্পানিটি ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ নামে ২০০ কোটি টাকার একটি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনছে।

উল্লেখ, বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১০ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com