নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
প্রবাসীদের বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা যারা রেমিট্যান্স পাঠান বৈধভাবে পাঠাবেন। সরকার আপনাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ২.৫ ভাগ প্রণোদনা দিয়ে থাকে। আপনারা কেউ হুন্ডিতে টাকা পাঠাবেন না।
প্রবাসীদের জন্য অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন নেই। প্রবাসীরা শুধুমাত্র পাসপোর্ট দিয়েই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় রোমের পার্কো দ্য প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘তবে খেয়াল রাখবেন একটি আসনও যেন ফাঁকা না যায়।’
অবৈধপথে এড়িয়ে দক্ষতা অর্জন করে বৈধপথে বিদেশ যেতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি আপনারা কারিগরি শিক্ষা নিয়ে বৈধ পথে কোনো প্রকার দালাল ছাড়াই বিদেশে যেতে পারবেন।’
‘দালালদের খপ্পরে পড়ে কেউ অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসবেন না’- বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আমরা শীঘ্রই ইতালিয়ান ভাষাসহ বিভিন্ন দেশের ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থা করব যাতে করে যে যে পেশায় দক্ষ তার পাশাপাশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারেন।’
প্রধানমন্ত্রী বলেন, বিদেশ যেতে কাউকে বাড়ি-জমি বিক্রি করতে হবে না। প্রবাসী কল্যাণ ব্যাংক কোনো প্রকার জামানত ছাড়াই দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে এবং বিদেশ থেকে কেউ দেশে ফিরে গেলে তাদেরও ঋণ দিয়ে থাকে।’
বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে ইতালি আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতেও আগ্রহ দেখিয়েছে ইতালি।’
ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন— পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Posted ১:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy