নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
লোকসান থেকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
কোম্পানির তথ্য মতে, ১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির এপ্রিল থেকে জুন ২০২৩, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯১ লাখ ১১৬ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ৬১ পয়সা।
অথচ ২০২২ সালের একই সময়ে কর-পরবর্তী কোম্পানিটির লোকসান ছিল ৩৭ লাখ ৫৫০ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৬৬ পয়সা। সেই লোকসান কাটিয়ে কোম্পানিটি এবার মুনাফায় ফিরেছে।
শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ২৮ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৪৬ পয়সা।
যেখানে ২০২২ সালে কর-পরবর্তী লোকসান ছিল ২ কোটি ৫ লাখ ২৯০ টাকা। অর্থাৎ সে সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ৬৩ পয়সা।
সেই ধাক্কা কাটিয়ে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানির মুনাফা বেড়েছে পৌনে সাত কোটি টাকা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১২ টাকা ৯ পয়সা।
পণ্য বিক্রি বেড়েছে ফলে মুনাফাও বেড়েছে বলে জানান কোম্পানি সচিব এমদাদুল হক। তিনি ঢাকা পোস্টকে বলেন, এ বছর আমাদের ১০২ কোটি ৭ লাখ ২৫০ টাকার পণ্য বিক্রি হয়েছে। ২০২২ সালে যা ছিল ৯৩ কোটি ৫ লাখ টাকা।
অন্যান্য খাতসহ ২০২৩ সালের প্রথম ছয় মাসে আমাদের গ্রস প্রফিট হয়েছে ১২ কোটি ৫৯ লাখ ২০৩ টাকা। যা ২০২২ সালে ছিল ৫ কোটি ২২ লাখ ৬৯৩ টাকা। এ কারণে মুনাফাও বেড়েছে।
৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি। এই কোম্পানির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৯৮ টাকা ৬০ পয়সায়।
কোম্পানিটি সর্বশেষ তিন বছর অর্থাৎ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ২৬ শতাংশ নগদ এবং ২০২০ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Posted ১২:২০ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy