নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বেড়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
তথ্য মতে, আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির ফান্ড বেড়েছে ৩ হাজার ৭৯ কোটি ৪ লাখ টাকার। চলতি বছরের (জানুয়ারী-জুন) কোম্পানির নেট অপারটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২৬.৭১ টাকা।
Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy