নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি বিদ্যমান ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকা বাড়াবে। এজন্য কোম্পানিটি ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি সাধারণ শেয়ার ইস্যু করবে। কে অ্যান্ড কিউ ১০ টাকা দরে শেয়ার ইস্যুর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা উত্তোলন করবে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কে অ্যান্ড কিউ কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি ১৫ লাখ থেকে ৬ কোটি ৮৬ লাখ টাকায় বাড়ানোর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এটা মাল্টিসোর্সিং লিমিটেডের সঙ্গে কে অ্যান্ড কিউ এর একীভূতকরণে উচ্চ আদালতের রায়ের আলোকে দিয়েছে।
বিএসইসির অনুমোদনের মাধ্যমে কে অ্যান্ড কিউ প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৭১ লাখ টাকার নতুন শেয়ার ইস্যু করবে। যা ইস্যু করা হবে মাল্টিসোর্সিং কোম্পানির শেয়ারহোল্ডারদের মাঝে। যেগুলোর মালিক কে অ্যান্ড কিউ’র উদ্যোক্তা/পরিচালকেরা। অর্থাৎ কে অ্যান্ড কিউ’র উদ্যোক্তা/পরিচালকেরা ২২৩ টাকা বাজার দরের প্রতিটি শেয়ার পেতে যাচ্ছে ১০ টাকা করে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy